শিলিগুড়ি

প্রতিবেশীর শেষ কৃত্যে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের

 

শিলিগুড়ি। প্রতিবেশীর শেষ কৃত্যে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের। যুবকের নাম অজয় সরকার (২২)। আহত আরও এক সৌভিক চৌধুরী (২১)। ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ধনতলার নিবাসী তারা। জানা গিয়েছে শুক্রবার রাতে প্রতিবেশীর সৎকার্যে গিয়েছিল দুই যুবক।সেখান থেকে মৃতের দাহ কার্য সেরে ফেরার পথে রাত গভীর হয়ে যায়। ওই দুই যুবক অন্যান্য দাহ কার্যে যাওয়া যাত্রীদের সঙ্গেই ফুলবাড়ি গোড়ামোড় এলাকা দিয়ে মোটরসাইকেলে ফিরছিলেন। এই দুই যুবক একসঙ্গে এক মোটর সাইকেলে ছিল।উল্টোদিক থেকে আসা ডাম্পারের ধাক্কায় রাস্তায় ছিটকে যায় দুই যুবক। অন্যান্যরা তড়িঘড়ি উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা অজয় সরকারকে মৃত বলে জানিয়ে দেয়। ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।মৃত যুবকের পরিবারের তার মা বাবা দাদা ও বোন রয়েছে। জানা গিয়েছে মৃত যুবক কলেজে পড়াশুনোর পাশাপাশি অন্য কাজে নিযুক্ত ছিল।

Share Messenger Whatsapp Post