অভিযুক্ত জমি মাফিয়া সুরত বর্মন

🔻শিলিগুড়িতে এলাকা কাঁপানো জমি মাফিয়া সুরত গ্রেপ্তার

🔻জমিনের জাল নথি বানিয়ে কব্জায় নিয়ে মোটা অঙ্কে হাতবদল করতো অভিযুক্ত

▶️ শিলিগুড়িতে এলাকা কাঁপানো জমি মাফিয়া গ্রেপ্তার। ধৃতের নাম সুরৎ বর্মন। মাটিগাড়া পাথর ঘাটা এলাকার বাসিন্দা। পাথর ঘাটা এলাকায় একাধিক জমি মামলায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে সুরতের। পাথরঘাটা এলাকা বেআইনী জমি কেনাবেচার কিংপিন হয়ে উঠেছিল সে। জমির ভুয়ো মোক্তারনাম তৈরী থেকে ভুয়ো মালিকানার কাগজ তৈরী করে জমি রাতারাতি মালিক পক্ষের অজান্তেই হাতবদল করে মোটা অংক আত্মসাৎ করাই তার পেশা। মাটিগাড়া পুলিশ সূত্রে জানা গিয়েছে পাথরঘাটা এলাকায় সুরতের প্রতারণার শিকার হয় বহুদিন আগেই এক জমির মালিক। মালিকের অভিযোগ তার জমিনের মোক্তারনামা ছলে বলে কৌশলে হাতিয়ে নেয় সে। এরপরই রাতারাতি মালিকের সঙ্গে জালিয়াতি করে তার অজান্তেই সেই মোক্তারনামা অন্য নামে স্থানান্তরিত করে মোটা অংকের বিনিময় বেআইনিভাবে জমিটির দখলে নেয় সুরৎ। সম্প্রতি অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্তে নামে। গত মাসের ১১ই জুলাই অভিযোগের পর থেকেই গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। রবিবার রাতে গোপন সূত্রে মেলা খবরের ভিত্তিতে সুরতের ডেরায় পৌছায় পুলিশ।

পাথরঘাটার তার ডেরা থেকেই হাতেনাতে গ্রেপ্তার করা হয় সুরতকে।পুলিশ সূত্রে জানা গিয়েছে পাথরঘাটা এলাকার একাধিক জমির মামলার মূল মাস্টার মাইন্ড জমি মাফিয়া সুরত। দিনের আলো আস্ত পুকুর চুরির কায়দায় জমিন বেআইনীভাবে কব্জা নিয়েছে অভিযুক্ত। জমির পর জমির মালিক পক্ষের অজান্তেই জাল নথি তৈরী করে তা মোটা অংকে হাতবদল করতো সে। জাল মোক্তারনামা, খতিয়ান তৈরী করতো সে।তার প্রতারনার জেরে সর্বশান্ত হয়েছে বহু পরিবার। দীর্ঘদিন ধরেই পুলিশের নজরে ছিল তার গতিবিধি উপর। এদিকে গ্রেপ্তারের পর সোমবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। তার বিরুদ্ধে জালিয়াতি ও  প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

 

You cannot copy content of this page