শিলিগুড়ি

সাতদিনের মাথায় ফের বাগডোগড়া বিমান বন্দরের রানওয়েতে ফাঁটল

সাতদিনের মাথায় ফের বাগডোগড়া বিমান বন্দরের রানওয়েতে ফাঁটল। আবারও টানা পাঁচ-ছয় ঘন্টা স্তব্ধ রইলো বিমান পরিষেব।
বিমানবন্দর কর্তৃপক্ষের উদাসীনতায় চূড়ান্ত বিপাকে পড়তে হলো যাত্রীরা। বিমানবন্দর কর্তৃপক্ষের উদাসীন আচরনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবেন পর্যটন ব্যবসায়ীরা

YouTube player
Share Messenger Whatsapp Post