অমিল ভ্যাকসিন, দ্বিতীয় ডোজ না পেয়ে ফিরতে হলো প্রাক্তন মেয়র অশোক বাবুকে
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশের স্বাস্থ্য পরিষেবা। রাজ্যের জুড়ে লম্বা লাইনে দাঁড়িয়েও মিলছে না ভ্যাকসিন। এবার সেই আঁচড় দার্জিলিং জেলাতেও। শুক্রবার থেকেই জেলায় কোভিশিল্ড ও কো ভ্যাকসিনের ডোজ না থাকায় অধিকাংশ ভ্যাকসিনেস সেন্টার গুলিকে বন্ধ রাখা হয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেও ভ্যাকসিন দেওয়া হয় নামমাত্র। আর শনিবার ভ্যাকিসিন অমিলের জেরে দ্বিতীয় ডোজ নিতে গিয়ে ফিরতে হলো শিলিগুড়ি বিধানসভার সদ্য প্রাক্তন বিধায়ক ও মেয়র বয়স বাহাত্তুরের অশোক ভট্টাচার্যকে। বর্তমানে…