রাজ্য - শিলিগুড়ি - স্বাস্থ্য

কোভিডের পর ফের মাথাচাড়া দিচ্ছে নয়া উপসর্গ!

কোভিডের পর ফের মাথাচাড়া দিচ্ছে অন্য উপসর্গ। শনিবার স্থিতি বিশ্লেষনে জরুরী বৈঠকে বসে রাজ্য স্বাস্থ্য দপ্তর। 

YouTube player

কোভিডের পরবর্তীতে এবারে হেপাটইটিস বি নিয়ে চিন্তা প্রকাশ করছে স্বাস্থ্য দপ্তর। এই রোগের উপসর্গ জ্বর। চা অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে গুরুতর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকেরা। মানুষকে সচেতন হওয়ার কথা জানাচ্ছে স্বাস্থ্য দপ্তর। হেপাটাইটিস সি এর মত এটিকে একেবারেই হালকাভাবে নেওয়া যাবে না তাও জানাচ্ছেন স্বাস্থ্য অধিকর্তারা। তাই জ্বর হলে একহারেই অবজ্ঞা নয় পরামর্শ স্বাস্থ্য দপ্তরের। 

ইতিমধ্যেই রোগ চিহ্নিতকরণ করতে ঢালাও স্ক্রিনিংয়ের  নির্দেশ দেওয়া হয়েছে জেলার হাসপাতালগুলিকে স্বাস্থ্য দপ্তরের তরফে। হেপাটাইটিস বি পজিটিভ হলেও তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করতে হবে রুগীর। চিকিৎসা শুরুতে দেরী হলে তা লিভারে ছড়িয়ে পড়ে। ফলে অবস্থার অবনতি ঘটতে পারে রুগীর। 

Share Messenger Whatsapp Post