শিলিগুড়ি জন্য 2022-23 আর্থিক বছরের প্রস্তাবিত বাজেট পেশ তৃণমূলের নবনির্বাচিত বোর্ডের। প্রথম বাজেট সভাতেই মেয়র গৌতমের চার কোটি টাকার ঘাটতি বাজেট পেশ। ৩১৮ কোটি টাকার বাজেট প্রস্তাব করলেন গৌতম
1.গৃহস্থ্ বাড়ির জল কর ছাড়
2.বানিজ্যিক প্রতিষ্ঠানে জলকর ৫০%বৃদ্ধি
3.হোল্ডিং বা সম্পত্তি হস্তান্তর ফি .৫ %বৃদ্ধি। উত্তরাধিকার সূত্রে হাত বদল হওয়ার ক্ষেত্রে তা কোন প্রকার কর বৃদ্ধির আয়তায় আসবেনা।
4.বৈদ্যুতিক পোল বর্তমানে ১৮০০০হাজার আর্থিং নেই। মোট 33হাজার বিদ্যুৎ বাতিস্তম্ভ রয়েছে শহরে। ১৮ হাজার পোলের আর্থিং করা হবে। যার জন্য বাজেটে ১কোটি ৭৬লক্ষ ৪০হাজার টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে।
5.অটোমেটিক টাইমার এর মাধ্য্যমে সেন্সর পদ্ধতিতে শহরের পথবাতির জ্বালানো ও নেভানো।
6.বাতি নষ্ট হলে অভিযোগ জানানোর জন্য এপ বা হোয়াটস এপ নাম্বার
7.শহরের নিরাপত্তা অপরাধ দমনে গোটা পুর এলাকা সিসি ক্যামেরার আওতায় হবে।
৪. স্বাস্থ্য খাতে তিন কোটি টাকা বরাদ্দ অর্থে মাতৃ সদনের জন্য হবে দ্বিতীয় ক্যাম্পাস
9.১০টি ইউপিএইচসি উন্নতিকরন।
10.২৫টি সুস্বাস্থ্য কেন্দ্র হবে।
11.এয়ার ভিউ মোড়ে রবীন্দ্র মূর্তি, উল্লেখ্যযোগ্য স্থানে সত্যজিৎ রায়ের মূর্তি নির্মাণ
12. ডাম্পিং গ্রাউন্ড 3 টি গোডাউনের ব্যবস্থা।ও গাড়ির শেড
13. সাফাই পরিষেবার জন্য ছয় চাকার স্প্রিংলার, ড্রজার,তিনটা হাইড্রোলিক টিপার, ইন্ট্রা হাইড্রোলিক,
১২ টা যানবাহন কেনার প্রস্তাব।
14.প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বা প্রক্রিয়াকরনে ওয়েস্ট ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট।
15.জমা জল বার করবে বুস্টার পাম্পিং মেশিন।
16.শহরের বিভিন্ন জায়গায় ওয়াইফাই জোন। বস্তি এলাকাতেও বসবেে ওয়াইফাই
17.শহরে ক্রীড়ার প্রসারে ক্রীড়া একাডেমি। যা সহায়তা করবে রাজ্য সরকারের যুব কল্যান দপ্তর।
18. বৃহৎ পানিয় জলের বড় প্রকল্পের উল্লেখ নেই বাজেটে। বড় জল প্রকল্প এর অগ্রগতি নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা স্তরে রয়েছে বলে জানানো হয়েছে।
19.যানজট মেটাতে বিকল্প রাস্তা
20.বহুস্তরীয় পার্কিংয়ের জন্য জায়গার খোঁজ চলছে।
21. বোরোর বার্ষিক বরাদ্দ দ্বিগুণ বাড়িয়ে ৫০লাখ থেকে এক কোটি। চেয়ারম্যান দেরও ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি।
22.২.০৭কোটি টাকা বরাদ্দ হয়েছে। কোর্ট মোড়ের স্থানীয় বাস স্ট্যান্ড সরিয়ে তিন বাত্তি যাচ্ছে। সিটি বাস নামানো হবে শহরে। এনবিএসটিসিকে ঢেলে সাজানো হবে।
23. এক বছরে ৪০কোটি টাকার রোড নেট ওয়ার্ক। শহরের সড়ক যোগাাযোগে এই টাকাাা ব্যবহার করা হবে
23. ফের হবে শিলিগুড়ি কার্নিভ্যাল। যার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বাবদ ১৫ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে।
24.শিলিগুড়ি জংশন এলাকায় একটি ফুট ওভার ব্রিজ করার পরিকল্পনা।
25. শহরে ভয়ঙ্কর জলের সমস্যা সমাধানে ৬.৯কোটি টাকার বিকল্প ইনটেক ওয়েল গড়া। যার অনুমোদন চাওয়া হয়েছে রাজ্যের কাছে। প্রয়োজনে পুরনিগমের নিজস্ব ফান্ড থেকে এই প্রকল্পের কাজ করা হবে।
26.শহরে বনাঞ্চলে ও সবুজায়নে নজর। মিয়াওকি পদ্ধতিতে বনাঞ্চল সৃষ্টি।
27. বাঙালির আবেগের শহরের দুটি রাস্তার নাকরন হবে ইস্ট বেঙ্গল লেন ও একটা মোহন বাগান লেন।
28. টক টুু মেয়রের পর রাইট টু মেয়র ও হোয়াটস আপ নাম্বার এর মধ্য দিয়ে পুরো নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ।
29.৪৭টি ওয়ার্ডের ৪৭টি ফাইল করে ওয়ার্ড ভিত্তিক কাঠের গতিবিধি পর্যবেক্ষণ
** বিরোধী শিবিরের মন্তব্য
বিরোধী দলনেতা বিজেপি কাউন্সিলর অমিত জৈন- মেয়র গৌতম দেবের বাজেট আসলে বীরবলের খিচুড়ি। যা কোনোদিনই বাস্তবায়ন সম্ভব নয়।
সুজয় ঘটক কংগ্রেস কাউন্সিলর- কোনো আশা মেলেনি বাজেটে। শিলিগুড়ির সর্ববৃহৎ জল সমস্যা প্রশ্নের মুখেই থেকে গেল। এতদিন বলেছিলেন বৃহৎ জলপ্রকল্পের পরিকল্পনা হয়ে গিয়েছে। বাজারে দেখা গেল তার উল্লেখ নেই তা কেবল মাত্র আলোচনা স্তরে রয়েছে।
দিশাহীন বাজেট মন্তব্য বাম কাউন্সিলরদেরও।
এদিকে জাতীয়-আন্তর্জাতিক মানচিত্রে শিলিগুড়ির গুরুত্বপূর্ণতা উল্লেখ করা হলেও সে বিষয়ে কোন দূরদর্শী পরিকল্পনা দেখা যায়নি মেয়র গৌতমের এক ঘন্টার বাজেট বক্তব্যে ।