বেঙ্গল সাফারির শ্বেত শুভ্র ময়ূরের পেখম মেলা দৃশ্য নেট দুনিয়া ভাইরাল।
পরপর ময়ূর মৃত্যুর সংকট কাটিয়ে ময়ূরের পেখম মেলার অপরূপ দৃশ্য মনমুগ্ধ করছে।
বিগত এক মাসের বেশি সময় যাবৎ অজানা রোগের কারণে উত্তরবঙ্গের বনাঞ্চলে ময়ূরদের ওপর সঙ্কট আছড়ে পড়েছিল। মহানন্দা অভয়ারণ্য ও সাফারিতে একে একে মৃত্যু হয় প্রায় দশটি ময়ূরের। এর মধ্যে তিন থেকে চারটি ময়ূরের মৃত্যু হয় বেঙ্গল সাফারি পার্কে। তবে বর্তমানে উত্তরবঙ্গের বনাঞ্চল এবং বন্যপ্রাণ উদ্যান বেঙ্গল সাফারি পার্কে নতুন করে আর কোনো ময়ূর মৃত্যুর ঘটনা না সামনে আসেনি। যাতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বন দপ্তর। তারপর মঙ্গলবার নিজ আনন্দে শ্বেত শুভ্র ময়ূরের পেখম মেলার অপরূপ দৃশ্য মুগ্ধ করছে বনদপ্তর থেকে পর্যটক সকলকেই।