সনু প্যাটেলের অধ্যায় ঘিরে চাপের মুখে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ
শিলিগুড়ি। ভোটদানের হাতে গোনা কয়েকঘন্টা আগেও নবম শ্রেণীর ছাত্রের নৃশংস খুনের ঘটনার দাগ বেকায়দায় ফেলছে শিলিগুড়ির বিজেপি প্রার্থীকে। তার প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই শিলিগুড়ি শহরের রাজনীতির অঙ্গনে কলঙ্কিত ছাত্র খুনের নায়ক হিসেবে তাকে চিহ্নিত করে পোস্টার পড়েছে। সরব হয়ে উঠেছে বিরোধী শিবির। দার্জিলিং জেলা তৃনমূল যুব সভাপতি কুন্তল রায় বলছে ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন শঙ্কর ঘোষ। শঙ্কর বাবুও প্লাটা অভিযোগ দাখিল করেছেন বটে তবে এই ইস্যুকে কেন্দ্রে রেখে…