আধুনিকীকরনের অভাব! বনে চোরা কারবারীদের ঠেকাতে ধাক্কা খাচ্ছে বনদপ্তর
শিলিগুড়ি। মান্ধাতার আমলের পরিকাঠামো নিয়ে বনে চোরা কারবারীদের ঠেকাতে ধাক্কা খাচ্ছে বন দপ্তর। প র্যাপ্ত পরিকাঠামো ও আধুনিকীকরনের অভাবে ধুঁকছে উত্তরবঙ্গের সাত জেলার বনবিভাগ। কচ্ছপের গতিতে চলা গাড়ি ও পুরোনো আগ্নেয়াস্ত্র নিয়ে চোরাচালান রুখতে বেগ পেতে হচ্ছে বনকর্মীদের। চোরাচালান ও পাচার কারবারিদের কাছে মজুদ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রে অত্যাধুনিক রিভলভারের মোকাবিলায় বনকর্মীদের পুরোনো ডিবিবিএল বন্ধুক ধোপে টিকছে না। গাড়ি নিয়েও সেই একই সমস্যায় পড়তে হচ্ছে বনসম্পদ রক্ষার গুরু দায়িত্বে থাকা কর্মীদের। যার জেরে…