শিলিগুড়ি

টানা বৃষ্টিতে পাহাড়ে ধস, মহানন্দার জলস্তর বাড়ছে

🔴 টানা বৃষ্টিতে পাহাড়ে ধস, সমতলের বাড়ছে মহানন্দার জলস্তর। রাস্তার খন্দ ভরাট করে বর্ষার জমা জল সরাতে বেলচা হাতে পুলিশ।মমতার রাজ্য পুলিশের মানবিক রুপ কুর্ণিশ কুড়োয় শহরবাসীর

 

লাগাতার বৃষ্টিপাতে পাহাড়ে ধস, সমতলের বাড়ছে মহানন্দার জলস্তর। চলতি সপ্তাহেই টানা বৃষ্টিপাতকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। ৩-৪দিন লাগাতার বৃষ্টিপাতের জেরে পাহাড়ে একাধিক জায়গায় ধস দেখা দেয়। মঙ্গলবার রাতে বৃষ্টিপাতের ফলে দার্জিলিং জেলার মিরিক বাজারে ধসের খবর মিলেছে। কালিম্পং এর রঙ্গোলি রঙ্গোলিটে পাহাড় থেকে ধসে পড়ে পাথরের চাই। যদিও তৎপরতার সঙ্গে জেলা প্রশাসন ধস সরানোর কাজে নেমে পড়ে। দার্জিলিং জেলা শাসক জানান মিরীক বাজারে ধস খুবই ছোট। দ্রুত তা সরানোর কাজ করা হয়। এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিকে সেচ দপ্তরের কন্ট্রোল রুমের তরফে জানা গিয়েছে বিকেল চারটে নাগাদ নেওয়া রেকর্ড অনুযায়ী মহানন্দার জলস্তর ১১৩.৩০০মিটারের আশেপাশের রয়েছে। মূলত বিপদসীমার থেকে প্রায় অনেকটাই নীচে রয়েছে জলস্তর। তবে এরপর ফের বুধবার রাতভর বৃষ্টিতে জলস্তর বাড়ার আশঙ্কা ব্যক্ত করা হচ্ছে।

 

এদিকে শিলিগুড়িতে মঙ্গলবার বৃষ্টিপাতের পরিমান ৩১.৩৩৬মিমি।পাশাপাশি এদিন বর্ষা মোকাবিলায় সিভিল ডিফেন্স টিমের পাশাপাশি দৃষ্টান্ত স্থাপন করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

Share Messenger Whatsapp Post