শিলিগুড়ি

শিলিগুড়িতে বস্তি ঘুরে দুঃস্থ পরিবারের পড়ুয়াদের পাশে কলকাতা সংগঠন

শিক্ষার আলোয় উন্নতর করে তোলে সমাজকে। তবে এখনও এ দেশের বিভিন্ন বস্তিগুলিতে শিক্ষার সামান্য ব্যয় ভার বহন করতে না পারায় দুঃস্থ পরিবারের পড়ুয়াদের মাঝপথেই ছেড়ে দিতে হয় পঠন পাঠন। আর এরাজ্য ঘুরে ঘুরে বস্তিবাসী দুস্থ পরিবারের পিছিয়ে পড়া খুদে পড়ুয়াদের হাতে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়ার মিশন নিয়েছে এক স্বেচ্ছাসেবী সংগঠন। শুধু শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া নয় বস্তি এলাকাগুলিতে ফ্রি কোচিং এর পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তারা। কলকাতায় ফ্রি কোচিং সেন্টার রয়েছে তাদের। এবারে শিলিগুড়িতেও পিছিয়ে পড়া পরিবারের খুদে পড়ুয়াদের লেখাপড়ার বিকাশের লক্ষ্যে একটি ফ্রি কোচিং সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে।

YouTube player

শনিবার কলকাতার স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে শিলিগুড়ি আম্বেদকর কলোনিতে দুস্থ পরিবারের খুদে পড়ুয়াদের হাতে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী খাতা ও খাবার তুলে দেওয়া হয়।

সংগঠনের অন্যতম সদস্য সন্দ্বীপ সেনগুপ্ত বলেন পারিবারিক আর্থিক অসঙ্গতির জেরে যাতে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত না হন সেই উদ্দেশ্যই এই প্রচেষ্টা। আর পাঁচটে স্বাভাবিক পরিবারের শিশু পড়ুয়াদের থেকে শিক্ষা অর্জনে তারা যাতে পিছিয়ে না থাকে।

 

 

Share Messenger Whatsapp Post