🔴রাম নবমীতে পানীয় জল বিতরণ করলো লাইন্স ক্লাব অফ স্মার্ট সিটি।
শিলিগুড়ি। নানা সমাজ সেবা মূলক কাজের সাথে বৃহস্পতিবার রাম নবমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহনকারি ও সাধারণ মানুষের মধ্যে পানীয় জল ও শরবত বিলি করলো লাইন্স ক্লাব অফ শিলিগুড়ি স্মার্ট সিটি। শিলিগুড়ি হিলকার্ট রোডে স্টল তৈরি করে পানীয় জল বিতরণ করে। শিলিগুড়ি শহর জুড়ে এদিন সকাল থেকেই রাম নবমীর সুসজ্জিত শোভাযাত্রা শহর পরিক্রমা করে। কয়েক লক্ষ মানুষের সমাগমে তৃষ্ণা মেটাতেই এগিয়ে আসে লাইন্স ক্লাব অফ শিলিগুড়ি স্মার্ট সিটি। স্মার্ট সিটির সদস্যরা এদিন পানীয় জল তুলে দেয় সাধারণ মানুষের হাতে। সংস্থার সভাপতি সোমনাথ সরকার জানিয়েছেন, গত বছরও তারা পানীয় জল বিতরণের ব্যাবস্থা করা হয়েছিল। এদিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাপ্পা পাল, নিখিলেশ রায়, বিক্রম গুপ্তা, সম্পিতা রায়, বুবুন দাস, কৌশিক চক্রবর্তী, মানিক সাহা ও দেবদীপ দত্ত।