রাজ্য - শিলিগুড়ি

যোগীরাজ্যে মমতাকে অপমান! রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে মোদির কুশপুতুল দাহ

যোগীরাজ্য উত্তরপ্রদেশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালোপতাকা দেখিয়ে অবমাননা! ঘটনার ২৪ঘন্টার মধ্যেই রাজপথে নেমে তীব্র প্রতিবাদ জানালো তৃণমূল ছাত্ররা।

YouTube player

বৃহস্পতিবার শিলিগুড়ি কলেজ এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের তরফে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশ পুতুল দাহ করে তৃনমূল ছাত্র পরিষদ।

বাংলা থেকে বিজেপিকে ঝেটিয়ে বিদায় করা হয়েছে।

তাই মমতা বন্দোপাধ্যায় যেখানে পা রাখবেন সেখান থেকে বিজেপি চিরতরে মুছে যাবে সেই ভয় গ্রাস করেছে মোদি অমিত শাহ ও যোগীকে তাই এ ধরনের আচরণ যোগীর বজরং বাহিনি- দাবি তৃনমূল ছাত্র সংগঠনের।

Share Messenger Whatsapp Post