শিলিগুড়ি

সুইসাইড নোটে নেই মৃত্যুর কারণ!একসঙ্গে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা দুই বান্ধবীর

YouTube player

বান্ধবীর বিয়ে ঠিক হতেই এক ওড়না জড়িয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতি দুই বান্ধবী যুবতীদ্বয়ের। দৃঢ় বন্ধুত্ব না সমকামিতার ছোঁয়া-সুইসাইড নোট ঘিরে বাড়ছে ধোঁয়াশা।নাকি শুধুই দৃঢ় বন্ধুত্বের মর্মান্তিক পরিণতি!

কেন নিম্ন মধ্যবিত্ত ঘরের হাসুখুশী দুটি মেয়ে এমন ভয়ঙ্কর পদক্ষেপ নিলো বুঝে উঠতে পারছে না পরিবার প্রতিবেশীরা।ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল নাগাদ শিলিগুড়ি পুরনিগমের ৪২নাম্বার ওয়ার্ডের ভূপেন্দ্র নগর এলাকায়। মৃতা দুই যুবতী প্রিয়াংকা বর্মন (১৮) ও দীপ্তি রায় (১৮)। জানা গিয়েছে প্রিয়াংকা ও দীপ্তি দুজনেই প্রিয় বান্ধবী। সব সময় একসঙ্গেই ওঠাবসা ছিল তাদের। চলতি এপ্রিল মাসেই নববর্ষের পর ৭ই বৈশাখ বিবাহের দিন ঠিক হয় দীপ্তির। তা নিয়ে বাড়ি জুড়ে ছিল বিবাহ অনুষ্ঠানের তোড়জোড়। এদিন দীপ্তির পরিবারের সদস্যরা কেউ বাড়িতে ছিল না। প্রিয়াংকা তাদের বাড়িতে আসে। সে সময়তেই ফাঁকা বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে দুই বান্ধবী যুবতী। তাদের ঝুলন্ত দেহের পাশ থেকেই উদ্ধার হয় সুইসাইড নোট।

 

 

Share Messenger Whatsapp Post