জন্ম লগ্নেই বিনাশ বাণী! উদ্বোধনের দিনেই আশঙ্কার মুখে বিশ্ব বাংলা গ্লোব
শিলিগুড়ি। জন্ম লগ্নেই বিনাশ বাণী! ঠিক এমন ভাবেই জন্ম লগ্ন থেকেই কয়েক মাসের মাথায় বিনাশের কাল নির্ধারিত হয়ে রয়েছে তার! তিন থেকে চার মাসের আয়ু! শিলিগুড়ির দার্জিলিং মোড়ে বিশ্ব বাংলার গ্লোবকে কেন্দ্র করে ঠিক এমনই আশঙ্কা উঠে আসছে। পহেলা বৈশাখে শিলিগুড়িি দার্জিলিং মোড়ে ১৬লক্ষ টাকা ব্যয় তৈরি রাজ্য সরকারের প্রতিকী বিশ্ব্ব বাংলা গ্লোব উদ্বোধন করেন শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব। কলকাতার শান্তিনিকেতনের ভাস্কর্য শিল্পী হাতে তৈরি হয়েছে…