চাকরির নেপথ্যেই কি রয়েছে কংগ্রেস বিধায়কের অনৈতিক প্রভাব? শিক্ষিকার অনৈতিক বদলি নিয়ে কংগ্রেস বিধায়কের সুপারিশের চিঠি পার্থকে
চাকরির নেপথ্যেই কি রয়েছে কংগ্রেস বিধায়কের অনৈতিক প্রভাব? সিবিআই তদন্তের নির্দেশে পরই অভিযুক্ত শিক্ষিকা শান্তা মন্ডলের আচমকা উত্থান প্রতিপত্তির পেছনের সমীকরন মেলাচ্ছেন শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার বাসিন্দারা। শান্তা। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মিলছে যোগসূত্র। শিক্ষিকার অনৈতিক চাকরির জন্য তৃনমূল নয় প্রাক্তণ কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার এর সুপারিশের চিঠি পাঠান তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। কার্যত দু দিন গৃহবন্ধি রয়েছেন শান্তা মন্ডল। হাইককোর্টের নির্দেশের পরও বীরপাড়া স্কুলে যোগ দেননি তিনি। শিলিগুড়ি শ্রী…