আইজীবী যুবতীর আত্মহত্যার কাণ্ডে গ্রেপ্তার আইনজীবী দেবাঞ্জন
শিলিগুড়ি। আইনজীবি যুবতীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার আইনজীবী হবু স্বামী। বিয়ে ঠিক হতেই বাগদত্তা আইনজীবী যুবতীর ওপর লাগাতার পনের জন্য চাপ দিতে লাগে পেশায় আইনজীবী হবু স্বামী। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত আইনজীবী দেবাঞ্জন চক্রবর্তিকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পৌঁছতেই তুমুল উত্তেজনায় ফেঁটে পড়লো শিলিগুড়িতে আদালত চত্ত্বরে আইনজীবিরা। বারের তরফে মামলা হাতে নিলেন না কোনো আইনজীবী। ধৃতকে আদালতে পেশির সময়তে অভিযুক্ত আইনজীবীর ঘিরে ধরে প্রায় মারমুখী হয়ে ওঠে আদালত চত্ত্বরে…