বুদ্ধদেবের বিবৃতিকে হাতিয়ার করেই এবারে শিলিগুড়িতে নির্বাচনী ময়দানে অশোক দিলীপেরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষকে সংযুক্ত মোর্চার রেড লেডি মীনাক্ষীকে এবারে ময়দানে নামাতে চলেছে। ৫ই এপ্রিল শিলিগুড়ি বাঘযতীন ময়দানে সভা করতে চলেছেন বাম ও কংগ্রেস জোট।
সেখানে বামফ্রন্টের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী থাকবেন। এই সভা থেকেই চুড়ান্ত বার্তা দিতে চলেছে সংযুক্ত মোর্চা বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি সিপিএমের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী, যুব নেতা শতরূপ ঘোষ দার্জিলিং জেলা বিধানসভার ধরে ধরে প্রচারে নামবেন বলে বৃহস্পতিবার দলীয় কার্যালয় শিলিগুড়িি হিলকার্ট ল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে জানান বাম নেতৃত্ব অশোক ভট্টাচার্য্য, জীবেশ সরকার,দীলিপ সিং ও মুকুল সেনগুপ্ত। একই সঙ্গে দীর্ঘ সময় পর বুদ্ধদেব ভট্টাচার্য রাজনৈতিক প্রেক্ষাপট নিজ অবস্থান স্পষ্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার সেই বিবৃতি। তার এই বিবৃতি নতুন করে চুপসে যাওয়া বামফ্রন্টের বেলুনে নতুন উদ্যম সঞ্চার করেছে। সে বিবৃতি কেই এবারে শিলিগুড়ি ও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে শহরে নির্বাচনী লড়াইয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেবে বাম কর্মীরা।